"নির্বাচন প্রশ্নবিদ্ধ করবে এমন কাউকে আমন্ত্রণ নেই" — তৌহিদ হোসেন
 
                                        
                                    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হোক এমন কাউকে পর্যবেক্ষণে ডাকবে না সরকার আর নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি দেখভাল করবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৮অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন উপদেষ্টা।
এ উপদেষ্টা বলেন, বাহরাইনের সঙ্গে ভিসা বন্ধ অনেক দিন এ বিষয়ে সুরাহা করতে চায় ঢাকা। প্রত্যেক বড় দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। সম্পর্কের ভারসাম্য রেখে চলছে ঢাকা। চীন-আমেরিকার সঙ্গে আমাদের ভালো বন্ধুত্ব রয়েছে ভবিষ্যতের সরকারও তা করবে।
চীনের সঙ্গে সম্পর্ক অন্য কোনো দেশের জন্য উদ্বেগের বিষয় নয় বলেও জানান তিনি।
যারা পর্যবেক্ষক হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসতে চায়, তাদেরকে স্বাগত জানাবো-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ জানিয়েছে, যা ভালো লক্ষণ হিসেবে দেখছে সরকার। নির্বাচন এগিয়ে আসলে আরও আরও গ্রুপ আসবে হয়তো। তবে, আমরা এমন কাউকে আনতে চাই না যারা উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। "
ইসলামী বক্তা জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে অবগত নয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেও জানান তিনি।
এ সময় সুযোগ পেয়েও আওয়ামী লীগের আমলের তিন নির্বাচন নিয়ে দিল্লির অবস্থান দেশটির পররাষ্ট্র সচিবকে প্রশ্ন না করায় ক্ষুব্ধতা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                        