দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর!
 
                                        
                                    এক সপ্তাহের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হলো। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুরে উৎপত্তিস্থল হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫ আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি রাজধানী ঢাকা থেকে প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করেছিল এবং ছিল নিম্ন মাত্রার।
এর আগে ২১ সেপ্টেম্বর সুনামগঞ্জের ছাতকে ৪ মাত্রার এবং ১৪ সেপ্টেম্বর ভারতের আসাম অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
 
            
 
                                                                    
 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                        