সংসদ ভবনের আশেপাশে আগামীকাল ড্রোন ওড়ানো নিষেধ!
 
                                        
                                    জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে ঐতিহাসিক জুলাই সনদ ২০২৫-এর স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।
প্রধান নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী, স্বাক্ষর অনুষ্ঠানের সময় সংসদ ভবন এলাকা ও আশপাশে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এ অনুষ্ঠানকে কেন্দ্র করে বুধবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ‘অতি জরুরি’ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“আপনারা যেমন সবাই মিলে সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখর নির্বাচনটা করে দেওয়া। তাহলেই আমাদের কাজ পরিণত হলো।”
অধ্যাপক ইউনূস আরও জানান, আগামীকাল অনুষ্ঠানটি হবে একটি উৎসবমুখর কর্মকাণ্ড, যেখানে সবাই অংশগ্রহণ করবে এবং সনদে স্বাক্ষর করবে। তিনি বলেন, “সারা দেশের মানুষ চিন্তায়, ভাবনার মধ্যে আপনাদের সঙ্গে সই করছে… জাতির জন্য এটি স্মরণীয় হয়ে থাকবে।”
বিশ্লেষকরা মনে করছেন, জুলাই সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান দেশের জন্য একটি সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য নির্বাচনের পথ তৈরি করবে। দেশজুড়ে ইতিমধ্যেই সনদকে কেন্দ্র করে আলোচনার ঝড় বইতে শুরু করেছে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                        