অনলাইন ক্যাসিনো সম্রাট আটক!
 
                                        
                                    মেহেরপুরের অনলাইন ক্যাসিনো সম্রাট মুরশিদ আলম লিপু ও তার সহযোগী মুছাঈদ আলমকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। গত শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খানপুর থেকে বাইপাসগামী খড়িবিলা মোড় থেকে একটি অটোরিকশা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
আটক মুরশিদ আলম লিপু গাজী (২৮) মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন কেদারগঞ্জ ইউনিয়নের শিবপুর গ্রামের মো. জিনারুল ইসলামের ছেলে। তার সহযোগী মুছাঈদ আলম (৩০) একই থানার বামনপাড়া গ্রামের মাতুনুল আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করতেন এবং অনলাইন জুয়া পরিচালনা করতেন। মুরশিদ আলমের নামে একাধিক মামলা রয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মুরশিদ আলমের বাবা মৎস্যজীবী হলেও মুরশিদ বৈধ কোনো আয়ের উৎস না থাকায় অল্প সময়ের মধ্যে অনলাইন ক্যাসিনোর মাধ্যমে কোটি টাকার মালিক হয়েছেন। তার দখলে রয়েছে দামি গাড়ি, মোটরবাইক ও স্ত্রী’র নামে ৪০ ভরি স্বর্ণের গহনা।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মুরশিদ আলমের পরিচালিত অনলাইন জুয়ার সাইট ও অ্যাপস রাশিয়া থেকে পরিচালিত হয়। তার এজেন্টদের মাধ্যমে মেহেরপুর জেলার শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এক মাসে ৩ থেকে ৪ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                        