বন উজাড় ও জমি দখল: যুবলীগ নেতা মনিরের আঙ্গুল ফুলে কলা গাছ!
 
                                        
                                    ভালুকা হবিরবাড়ী এলাকায় বনের জমি দখল ও উজাড়ের অভিযোগ নতুন নয়। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির, যাকে এলাকাবাসী ‘বন মনির’ নামেও জানে, গত দুই যুগ ধরে বনের জমি দখল করে বিক্রি ও বাণিজ্যিক কাজে ব্যবহার করছেন।
মনিরের দখলে থাকা জমি মূলত বন বিভাগের অন্তর্ভুক্ত। সূত্রের খবর অনুযায়ী, বন বিভাগের অন্তত ৩৫টি মামলা সত্ত্বেও তাকে কখনো গ্রেপ্তার করা যায়নি। দখলকৃত জমিতে বসতবাড়ি, লিচু-বাগান, আম বাগান, মিল কারখানা ও দোকানপাট নির্মাণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, বন বিভাগের পুনর্নির্মাণ ও গাছ লাগানোর উদ্যোগেও মনিরের প্রভাব ও স্থানীয় অনুগত বাহিনী প্রতিবার বাধা সৃষ্টি করেছে। গত বছরই কাদিগড় জাতীয় উদ্যানের জমিতে লাগানো চারা কেটে ধান রোপণ করা হয়।
বর্ষার গ্রামাঞ্চলীয় অঞ্চলে বনের একরের পর একর জমি রাতের আঁধারে দখল করে বাউন্ডারি তৈরি করা হয়ে থাকে। বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয়রা অভিযোগ করেন, জমি উদ্ধার করার পরেও পুনরায় দখল হয়ে যাচ্ছে।
স্থানীয়দের বক্তব্য:
“মনির মানেই আতঙ্ক। তিনি জমি দখল করে ব্যবসায়িক দখল গড়ে তুলেছেন। এই অঞ্চলে তার চেয়ে প্রভাবশালী আর কেউ নেই।”
মনির বর্তমানে এলাকায় সরাসরি উপস্থিত না থাকলেও দখলকৃত জমির বেচাকেনা অব্যাহত রেখেছেন। বন বিভাগের শীর্ষ কর্মকর্তাদেরও মনে হচ্ছে, বনের জমি রক্ষা ও দখল ঠেকানো কার্যক্রমে তারা এখনো কার্যকরভাবে ব্যর্থ।
এ ঘটনাগুলো ভালুকা বনাঞ্চলে বন উজাড় ও অবৈধ দখলের একটি দীর্ঘমেয়াদি সমস্যা নির্দেশ করে, যেখানে রাজনৈতিক প্রভাব ও আইন প্রয়োগে শিথিলতা মিলে বন বিভাগের নিয়ন্ত্রণ সীমিত করেছে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                        