"ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হবে" — জাহাঙ্গীর আলম
আগামী জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১২ অক্টোবর) সকালে সচিবালয়ে কোর কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনে ৮০ হাজার স্বশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে এবং ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তাদের কোনো আইনবিরুদ্ধ কাজ না করার জন্য যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, পূর্বের নির্বাচনের সময় পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে কিছু ‘ফ্যাসিস্ট বুদ্ধিজীবী’ প্ররোচনা দিয়েছিল; তবে বর্তমানে পাহাড় অঞ্চলে পরিস্থিতি শান্ত রয়েছে।"
তিনি জানান, বিগত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচনে দায়িত্ব দেওয়া থেকে যতটা সম্ভব বিরত রাখা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আসন্ন নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে এবং প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হবে।"


