“সিইসি নাসির উদ্দিন: ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট আয়োজনই জীবনের শেষ লক্ষ্য”
 
                                        
                                    প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করা তার জীবনের শেষ সুযোগ। তিনি বলেন, “আমার বয়স ৭৩। আর চাওয়ার কিছু নেই। দেশের জন্য কিছু করার শেষ সুযোগ হিসেবে আমি এটাকে নিয়েছি। সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য।”
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি আরও বলেন, “এবিউজ অব এআই, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। আমাদের সর্বস্তরের জনগণের সহযোগিতা লাগবে। ইসির একার পক্ষে সবকিছু সম্ভব নয়।”
তিনি জানান, নির্বাচন কারচুপি ও জালিয়াতি প্রতিরোধে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে ভোটার তালিকা হালনাগাদ, পোস্টাল ব্যালটের ব্যবস্থা এবং আইটি-সমর্থিত হাইব্রিড পদ্ধতি চালু করা হচ্ছে। এর মাধ্যমে প্রবাসী, সরকারি চাকরিজীবী ও কয়েদিরাও ভোট দিতে পারবে।
সিইসি উল্লেখ করেন, নারী-পুরুষ ভোটারের মধ্যে পার্থক্য কমিয়ে আনা হয়েছে এবং নতুন উদ্যোগের মাধ্যমে ভোট দেওয়ার আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                        