আগামী দুই দিনে অতি ভারী বৃষ্টিতে দেশের সাত জেলায় প্লাবনের আশঙ্কা!
 
                                        
                                    পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সাত জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
সর্বশেষ অবস্থা অনুযায়ী:
চট্টগ্রাম বিভাগ: গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী দুই দিনে মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি ফেনী জেলার নিম্নাঞ্চলে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। চট্টগ্রাম জেলায় ফেনী নদীর পানি সতর্কসীমায় থাকতে পারে।
রংপুর বিভাগ: তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ফলে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
ময়মনসিংহ বিভাগ: সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে। শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদী: স্বাভাবিকের তুলনায় উচ্চতর জোয়ার অব্যাহত থাকবে এবং আগামী দুই দিন চলতে পারে।
বন্যা পূর্বাভাসে সাধারণ মানুষকে নদী সংলগ্ন নিম্নাঞ্চল থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                        