১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’, গ্রাহকদের এক জিবি ডেটা দেবে মোবাইল অপারেটররা

জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে আগামী শুক্রবার (১৮ জুলাই) ‘ফ্রি ইন্টারনেট ডে’ পালন করা হবে। এ উপলক্ষে সারাদেশের মোবাইল ফোন গ্রাহকদের জন্য এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
গত বুধবার (১৬ জুলাই) বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জনআকাঙ্ক্ষা পূরণ ও জনস্বার্থে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে। এ দিন মোবাইল অপারেটরদের গ্রাহকদের জন্য পাঁচ দিনের মেয়াদে এক জিবি ফ্রি ইন্টারনেট দিতে বলা হয়েছে।”
বিটিআরসি জানায়, এ নির্দেশনা ৯ জুলাই মোবাইল অপারেটরদের কাছে পাঠানো হয়। নির্দেশনার ভিত্তিতে শুক্রবার (১৮ জুলাই) থেকে দেশের সব গ্রাহক নির্ধারিত কোড ডায়াল করে ফ্রি ডেটা নিতে পারবেন।
ফ্রি ডেটা পেতে যেভাবে আবেদন করবেন:
১. গ্রামীণফোন: 1211807#
২. রবি: 41807#
৩. বাংলালিংক: 1211807#
৪. টেলিটক: 1111807#
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানান, এ সিদ্ধান্ত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ৩ জুলাইয়ের নির্দেশনা এবং কমিশনের ৮ জুলাইয়ের এক বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে বাস্তবায়ন হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরকারের ডিজিটাল অন্তর্ভুক্তির প্রতিশ্রুতির অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে।