সবজির সরবরাহ কম, মাছেও আগুন—মাঝ বর্ষায় বিপাকে ক্রেতারা

মাঝ বর্ষায় ঢাকার কাঁচাবাজারে দেখা দিয়েছে সবজির সংকট। এর প্রভাব পড়েছে দামেও। বর্তমানে বাজারে এমন কোনো সবজি নেই যার কেজি ৬০ থেকে ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে। স্বস্তি মিলছে না মাছের বাজারেও। সরবরাহ কম আর দাম বেশি—এই দুইয়ের চাপে নাকাল হয়ে পড়েছেন সাধারণ ভোক্তারা।
শুক্রবার (১ আগস্ট) ছুটির দিনে রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির কারণে অনেক ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ফলে সরবরাহ কমেছে, দাম বেড়েছে।
সবজি বাজার: বেড়েছে দাম, নেই স্বস্তি
বছরের এই সময় সাধারণত সবজির সরবরাহ স্বাভাবিক থাকে। কিন্তু চলমান বর্ষায় উৎপাদন ব্যাহত হওয়ায় বিপর্যস্ত বাজার।
১. কাঁচামরিচ এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা কমলেও এখনও ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
২. বেগুন মানভেদে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা কেজি।
৩. অন্যান্য সবজিও ৬০–৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
মাছের বাজার: মৌসুমেও দামে আগুন
বর্ষাকালকে মাছের মৌসুম বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। সরবরাহ কম হওয়ায় প্রায় সব ধরনের মাছের দাম বেড়েছে।
১. গেল সপ্তাহের তুলনায় মাছের কেজি প্রতি দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা।
২. নদ-নদীর মাছ ৬০০ টাকার নিচে মিলছে না।
৩. চাষের নলা ও তেলাপিয়া ছাড়া ৩০০ টাকার নিচে কোনো মাছ নেই।
৪. এক কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে ২,০০০ থেকে ২,৫০০ টাকা।
মুরগি ও মাংসের বাজারও চড়া
দেশি মুরগির দাম এখন ৬০০–৭০০ টাকা কেজি।
১. সাদা লেয়ার মুরগি ৩১০ টাকা, লাল লেয়ার ৩২০ টাকা কেজি।
২. হাঁসের দাম জাতভেদে প্রতি পিস ৬০০ থেকে ৭০০ টাকা।
৩. গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০–৮০০ টাকায়, খাসির মাংস ১,২০০ টাকা কেজি।
চালেও উচ্চমূল্য অব্যাহত
চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের উচ্চমূল্যেই কিনতে হচ্ছে চাল।
১. মাঝারি মানের চালের দাম ৬৫–৭০ টাকা কেজি।
২. মিনিকেট চালের কেজি ৭৫–৮৫ টাকা।
ক্রেতাদের অভিযোগ, বিক্রেতাদের যুক্তি
বাজারে এসেছেন এমন অনেকেই অভিযোগ করেছেন, “প্রতিদিন বাজারে এসে দিশেহারা হয়ে যাচ্ছি। সবকিছুর দাম বাড়তি। সংসার চালানোই কষ্টকর হয়ে গেছে।”
অন্যদিকে, বিক্রেতারা বলছেন, “বৃষ্টিতে জিনিসপত্র কম আসছে। মাছও আসছে কম। তাই আমাদের কিছু করার নেই।”