রাবিতে পাহাড় - সমতল জাতিসত্তাসমূহের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থানের এক বছর: পাহাড় - সমতল জাতিসত্তাসমূহের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১লা আগষ্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্স কনফারেন্স রুমে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারোয়ার সূজন বলেন, প্রকৃত অর্থে আদিবাসীদের যে অধিকার তা দিন দিন সংকুচিত হচ্ছে। আদিবাসীরা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনসহ ফ্যাসিবাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও প্রাপ্তির বেলায় তারা শূন্য। বিগত ফ্যাসিস্ট আমলে সন্ত্রাস উচ্ছেদের নামে আদিবাসীদের হত্যা করা হয়েছে। কিন্তু ফ্যাসিবাদ বিলোপ হলেও আদিবাসীদের অধিকার বাস্তবায়িত হয়নি।
তিনি আরো বলেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হয়েছিল সে জায়গা থেকে আমরা দূরে সরে গেছি। তাদের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনকে রাষ্ট্র বিচ্ছন্নতাবাদী বলে আখ্যায়িত করে চলছে। বিগত অভ্যুত্থানগুলো যেভাবে ব্যর্থ হয়েছে এই অভ্যুত্থানও কাঙ্ক্ষিত লক্ষ্য ও আকাঙ্ক্ষা অর্জন করতে পারেনি।
আলোচনা সভায় ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে যা ইচ্ছা তাই করছে। অভ্যুত্থান-পরবর্তী সময়ের আশাজাগানো পরিবেশকে তিনি "দ্বিতীয় স্বাধীনতা" বলতে না চেয়ে "একটি রিজিমের পতন" হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। বরং, পাহাড়ে আগের সামরিক নিয়ন্ত্রণই চলছে। সমতলে কিছু বাতিল হলেও পাহাড়ে তা হয়নি। তিনি অভিযোগ করেন, দাবি তুললে তাদের 'বিচ্ছিন্নতাবাদী' আখ্যা দেওয়া হয়।
মাইকেল চাকমা আরো বলেন, স্বায়ত্তশাসনের দাবি তুললেই আমাদের সন্ত্রাসী বলা হয়। এই ভয়ভীতি দূর করতে না পারলে বাংলাদেশ একটি গুরুতর সংকটের মুখে পড়বে। পার্বত্য চট্টগ্রামকে উপেক্ষা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
পিসিপি রাবি শাখার সভাপতি সভাপতি শামীন ত্রিপুরার সভাপতিত্বে বিপ্লবী ছাত্র মৈত্রী সাবেক সভাপতি প্রদীপ মার্দী, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন, রাষ্ট্রচিন্তার পক্ষে কৌশিক দাস কঙ্কন, ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আজাদ ইসলাম বক্তব্য দেন।
এসময় বিপ্লবী ছাত্র মৈত্রী রাবি শাখার সাংগঠনিক সম্পাদক আলিফ শাহরিয়ার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাবি শাখার সভাপতি ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের রাবি শাখার আহ্বায়ক তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।