রাবিতে শুরু হয়েছে জুলাই অভ্যুত্থানের আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জুলাই অভ্যুত্থানের আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। গতকাল শুক্রবার বিকেল ৫টা ৩০মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রদর্শনীস্থল ঘুরে দেখেন এবং আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে উপাচার্য ২০২৪ সালের জুলাই মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে তৈরি ফটোগ্রাফি অ্যালবাম ‘মতিহারের বহ্নিশিখা’-এর মোড়ক উন্মোচন করেন। ঐতিহাসিক ঘটনাপ্রবাহের আলোকচিত্রভিত্তিক এই প্রকাশনাটি দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ কাড়ে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় শিক্ষক এবং শিক্ষার্থীরা।
মোড়ক উন্মোচন পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে রাবি উপাচার্য সালেহ হাসান নকীব বলেন,২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এর মধ্য দিয়ে এক স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। সেই ক্ষোভ, বিক্ষোভ ও প্রতিবাদের দিনগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই তৈরি হয়েছে ‘মতিহারের বহ্নিশিখা’। এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ের জীবন্ত দলিল।