'জুলাই যোদ্ধা'র নামে শাহবাগ অবরোধের বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন রাশেদ খান

শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে চলমান নতুন মব তৈরির উদ্যোগের বিরোধিতা করে সতর্কবার্তা দিয়েছেন ছাত্রনেতা মুহাম্মদ রাশেদ খাঁন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই কর্মকাণ্ডকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দেওয়া ওই পোস্টে রাশেদ খান লিখেছেন, “যতটুকু তথ্য পেলাম, আরেকটি মব তৈরি করা হচ্ছে। শাহবাগে 'জুলাই যোদ্ধা' পরিচয়ে জড় হতে বলা হয়েছে। কারা কাজটা করছে, তা অনুমান করার চেষ্টা করুন— যেখানে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা চলমান, সেখানে শাহবাগ অবরোধ কেন?”
তিনি অভিযোগ করেন, “আলাপ-আলোচনার ভিত্তিতে ঐক্যমতে পৌঁছে সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে। সেখানে 'জুলাই যোদ্ধা' নামে ২০০-১০০ জন মানুষের মব তৈরি করে কী প্রমাণ করতে চাইছে কেউ? সারাদেশে কোটি কোটি জুলাই যোদ্ধা রয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইলে রাজনীতি বন্ধ করুন।”
রাশেদ খান আশঙ্কা প্রকাশ করে বলেন, “দেশের স্থিতিশীলতা নষ্ট করে আরেকটি ১/১১ সৃষ্টি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা দেশবাসী রুখে দেবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “ঐক্যমতের ভিত্তিতে সরকারের ঘোষিত সময়েই আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র চাই। এই ইস্যুতে পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না। কারণ ঘোলাটে পরিস্থিতিতে সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা নিবে আওয়ামী লীগ।”
শেষে তিনি সতর্ক করে বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখুন, দেশকে অস্থিতিশীল করার ভারতীয় ফাঁদ থেকে দূরে থাকুন।”
উল্লেখ্য, সম্প্রতি শাহবাগ এলাকায় 'জুলাই যোদ্ধা' ব্যানারে একটি নতুন মব গঠনের আহ্বান জানানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে।