বিটিভির ‘জনতার সামনে’ অনুষ্ঠানে সরকারবিরোধী উপস্থাপন: প্রযোজক ও প্রোগ্রাম ম্যানেজার সাময়িক বরখাস্ত

‘সরকারি কার্যকলাপ পরিপন্থি’ বিষয়বস্তু উপস্থাপন করার অভিযোগে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রযোজক (গ্রেড-১) মো. নাসির উদ্দিন এবং প্রোগ্রাম ম্যানেজার সাহরিয়ার মোহাম্মদ হাসানকে সাময়িক বরখাস্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
গত সোমবার (১৪ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রযোজক মো. নাসির উদ্দিন ‘জনতার সামনে’ নামের একটি অনুষ্ঠান প্রযোজনা করেন এবং তা প্রচারের উপযোগী বলে প্রত্যয়ন দেন। অনুষ্ঠানটি ২৭ জুন রাত ৯টায় বিটিভিতে সম্প্রচারিত হয়। তাতে সরকারি কার্যক্রমবিরোধী উপস্থাপন থাকার কারণে সরকারের, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের, ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তার এই কার্যক্রম সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০২৮ এর বিধি ৩(ক) অনুযায়ী অদক্ষতা এবং ৩(খ) অনুযায়ী অসদাচরণ, যা শাস্তিযোগ্য অপরাধ। এই প্রেক্ষিতে বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একই অনুষ্ঠানের প্রিভিউ করেন বিটিভির কন্ট্রোলার ও প্রোগ্রাম ম্যানেজার (চলতি দায়িত্বে) সাহরিয়ার মোহাম্মদ হাসান। তিনি কোনো মন্তব্য বা সংশোধনী না দিয়েই অনুষ্ঠানটি প্রচারের জন্য পাঠান, যার ফলে একই দিন রাত ৯টায় অনুষ্ঠানটি সম্প্রচার হয়।
তার বিরুদ্ধেও একই বিধিমালার অধীনে ব্যবস্থা নিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিটিভির বার্তা পরিচালক নুরুল আজম এবং অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।