কাশির সিরাপ খেয়ে শিশুর মৃত্যু, চিকিৎসক গ্রেপ্তার!
 
                                        
                                    ভেজাল কাশির সিরাপ সেবনের পর অন্তত ১১টি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক সরকারি শিশু বিশেষজ্ঞ এবং একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পরিচালকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ।
গত শনিবার (৪ অক্টোবর) দায়ের হওয়া এফআইআরে শিশু বিশেষজ্ঞ ড. প্রবীণ সোনি এবং তামিলনাডুর কাঞ্চিপুরমের মেসার্স প্রেসান ফার্মাসিউটিক্যালস-এর পরিচালকদের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-এর ধারা ১০৫ ও ২৭৬ এবং ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইন, ১৯৪০ এর ২৭(এ) ধারায় মামলা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশের ছিঁদওয়াড়া জেলার পাড়াসিয়ায় ড. সোনির তত্ত্বাবধানে চিকিৎসাধীন কয়েকজন শিশুর কিডনি বিকল হতে শুরু করে। সিরাপ সেবনের পর তাদের প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং পরীক্ষায় সিরাম ক্রিয়েটিনিন ও ইউরিয়ার মাত্রা বেড়ে যায়। ক্ষতিগ্রস্তদের অনেকে পরে উন্নত চিকিৎসার জন্য নাগপুরের হাসপাতালে ভর্তি হয়।
গ্রেপ্তারের আগে নিজের পক্ষে ড. সোনি জানান, তিনি কল্পনাও করতে পারেননি যে সিরাপে ভেজাল থাকতে পারে এবং তিনি গত ১৫ বছর ধরে একই ওষুধ প্রেসক্রাইব করে আসছেন।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                         
                                                        