তুরস্কের দাবি: গাজা সহিংসতার প্রেক্ষাপটে ইসরায়েলকে ফুটবলে সাময়িকভাবে বহিষ্কার করা হোক
 
                                        
                                    গাজায় চলমান সহিংসতার প্রেক্ষাপটে ইসরায়েলকে ফুটবলে সাময়িকভাবে বহিষ্কারের দাবি জানিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন। উয়েফার সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো তুরস্ক এই অবস্থান প্রকাশ করেছে।
ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানওগলু ফিফা ও উয়েফার শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো চিঠিতে বলেছেন, “গাজায় যা ঘটছে তা অমানবিক ও অগ্রহণযোগ্য। এখনই সময় ফিফা ও উয়েফার পদক্ষেপ নেওয়ার।”
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, হাজিওসমানওগলু মনে করেন, খেলাধুলা ও ফুটবল সংস্থাগুলো শান্তি ও মানবিকতার মূল্যবোধ রক্ষার দাবি জানালেও দীর্ঘদিন নীরব থেকেছে।
উয়েফা শিগগিরই ইসরায়েলকে সাময়িকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে যেতে পারে। ধারণা করা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ নির্বাহী সদস্যরা প্রস্তাব সমর্থন করবেন। তবে উয়েফার ২০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটিতে হাজিওসমানওগলু নেই; সেখানে আছেন ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোশে জুয়ারেস, যিনি চলতি বছরের এপ্রিলে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখায় ইসরায়েলকে নিষিদ্ধ করার প্রস্তাবের ফিফার সমর্থন পাওয়া কঠিন হতে পারে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                         
                                                        