মালয়েশিয়ার ফ্লোটিলা ইস্যুতে ট্রাম্পের সফর ঝুঁকিতে!
 
                                        
                                    গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযান চলাকালীন আটক হওয়া মালয়েশিয়ান স্বেচ্ছাসেবকদের মুক্তি না দিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়ার সফর বাতিল করার দাবি জানিয়েছে উমনো ইয়ুথ। সংগঠনের প্রধান ড. আকমল সালেহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে ট্রাম্পের কুয়ালালামপুর সফরের সময় দেশব্যাপী বিক্ষোভ হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ১২ জন মালয়েশিয়ান স্বেচ্ছাসেবক ইসরাইলি হেফাজতে আটক রয়েছেন এবং তাদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
ফ্লোটিলা একটি আন্তর্জাতিক মানবিক মিশন, যা গাজায় খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়। এ ধরনের অভিযান ইতিমধ্যেই ইসরাইলি বাহিনীর বাধার মুখোমুখি হয়েছে। ২০১০ সালে মাভি মারমারা অভিযানে ৯ জন কর্মী নিহত হন।
উল্লেখ্য, এই মাসে ট্রাম্প কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সফরের মূল আলোচ্যসূচি হবে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সহযোগিতা। তবে ফ্লোটিলা ইস্যুর কারণে দেশের অভ্যন্তরে রাজনৈতিক চাপ তৈরি হওয়ায় সফরের কূটনৈতিক পরিবেশ জটিল হতে পারে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                         
                                                        