ভূতের রাজ্যে পা, চরিত্রে ভাঙন: এবার নতুন রূপে প্রভাস

দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস এবার নিজেকে ভাঙছেন পর্দায়। অ্যাকশন ও মহাকাব্যিক চরিত্রের জন্য পরিচিত এ অভিনেতা এবার হাজির হচ্ছেন একেবারে নতুন ভূমিকায়—একটি ভৌতিক রোমান্টিক সিনেমায়। নাম ‘রাজা সাব’। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো হরর ঘরানায় পা রাখছেন ‘বাহুবলী’খ্যাত তারকা।
‘বাহুবলী’ সিরিজের বিশাল সাফল্য থেকে শুরু করে সাম্প্রতিক ‘কালকি ২৮৯৮ এ.ডি’—প্রভাসের ক্যারিয়ারে পরপর দুটি ১০০০ কোটিরও বেশি আয় করা ছবি রয়েছে। তার জনপ্রিয়তা সীমা ছাড়িয়ে গেছে ভাষা ও ভৌগোলিক সীমানা। তবে এবার নিজেকে অন্যভাবে আবিষ্কার করতে চাইছেন তিনি।
‘রাজা সাব’ সিনেমার পরিচালনায় রয়েছেন মারুথি। সিনেমাটির টিজার এরই মধ্যে প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে, প্রভাস এক অনন্য মেজাজে হাজির হয়েছেন—যেখানে রয়েছে রোমান্স, ভৌতিকতা, রোমাঞ্চ ও একধরনের তাজা আবেগের মিশেল। পরিচালক মারুথি জানান, “প্রভাস একটি মজাদার চরিত্রে অভিনয় করছেন। আমি চিন্তিত ছিলাম দর্শক কীভাবে গ্রহণ করবে। কিন্তু টিজার রিলিজের পরই দারুণ সাড়া পাচ্ছি।”
অ্যাকশন নায়কের বাইরে গিয়ে প্রভাস এবার অচেনা ভূতের রাজ্যে হাঁটছেন। যদিও ছবিতে ভূত আছে, ভয় আছে—তবু এর মধ্যে রয়েছে প্রেম, আবেগ, এবং এক নতুন অনুভবের গল্প। নির্মাতাদের বিশ্বাস, দর্শক এখানে প্রভাসকে এক নতুন আলোয় দেখবে।
প্রভাস নিজেও বলছেন, এ চরিত্র তার জন্য এক নতুন অভিজ্ঞতা। ‘বাহুবলী’র শক্তিমান অমরেন্দ্র হোক কিংবা ‘কালকি’র রহস্যময় ভৈরব—প্রতিটি চরিত্রে তার রূপান্তরই যেন তাকে আলাদা করে। এবার ‘রাজা সাব’-এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চান—তিনি কেবল অ্যাকশন বা পৌরাণিক চরিত্রের নায়ক নন, বরং বহুমাত্রিক অভিনয়েরও একজন সাহসী অভিযাত্রী।
দর্শকরা প্রভাসের এমন রূপ আগে দেখেননি। অতিপ্রাকৃত আর রোমান্টিক আবহে মোড়ানো এই চরিত্রের মধ্য দিয়ে তিনি নিজেকে ভাঙছেন আবার গড়ছেন। এবং প্রমাণ করছেন—একজন সত্যিকারের অভিনেতার কোনও ঘরানা নেই, শুধু সাহস আছে নতুন কিছু করার।