হলিউডের জনপ্রিয় অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই

হলিউডের জনপ্রিয় অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে ক্যালিফোর্নিয়ার মালিবুতে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ম্যাডসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ম্যানেজার সুসান ফেরিস, রন স্মিথ এবং জনসংযোগ কর্মকর্তা লিজ রড্রিগেজ এক যৌথ বিবৃতিতে বলেন,
“মাইকেল ম্যাডসেন ছিলেন হলিউডের অন্যতম আইকনিক অভিনেতা। অনেকেই তাকে মিস করবেন।”
মাইকেল ম্যাডসেন ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত কোয়েন্টিন টারান্টিনোর কাল্ট ক্লাসিক ‘Reservoir Dogs’-এ মিস্টার ব্লন্ড চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান। পরবর্তীতে ‘Kill Bill’ সিরিজে বাড চরিত্রেও দর্শকদের মনে জায়গা করে নেন।
১৯৫৭ সালের ২৫ সেপ্টেম্বর শিকাগোতে জন্মগ্রহণ করেন ম্যাডসেন। তার বাবা ছিলেন ফায়ার ফাইটার এবং মা ছিলেন চলচ্চিত্র নির্মাতা। তার বোন ভার্জিনিয়া ম্যাডসেনও একজন সুপরিচিত অভিনেত্রী।
জীবনকালে ম্যাডসেন তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। মৃত্যুকালে তিনি পাঁচ সন্তান রেখে গেছেন।