তৃণমূলের হয়েই রাজনীতিতে ফিরতে পারেন শ্রাবন্তী, জানালেন ‘সব বুঝে’ তবেই সিদ্ধান্ত

আবারও রাজনীতির ময়দানে দেখা যেতে পারে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তবে এবার আর বিজেপির নয়, শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে। সম্প্রতি কলকাতায় তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই শহীদ দিবসের মঞ্চে অভিনেত্রীর উপস্থিতি থেকেই শুরু হয়েছে এ নিয়ে জোর গুঞ্জন।
এই বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন,
“এখনই কিছু বলা সম্ভব নয়। তবে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। রাজনীতির বিষয়ে এখনো আমি পুরোপুরি স্বাবলম্বী নই। আগে সব বুঝে নিতে হবে, তারপরই সামনে এগোব। না হলে নয়।”
শ্রাবন্তী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও জয়ের মুখ দেখতে পাননি, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার তিনি সাবধানী। নিজের সেই সিদ্ধান্তকে তখন আবেগপ্রবণ বলেই মনে করছেন অভিনেত্রী।
তিনি বলেন, “আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব। কিন্তু তেমনটা হয়নি। তবে শুধু হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দিইনি। অভিজ্ঞতা ভালো না থাকায় আমি নিজেই সরে এসেছি।”
“বেহালা পশ্চিম আমার বাড়ি, আমি নিজেও ওখানে ভোট দিই। সেজন্য জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। আমি যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তবে এবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা আবেগ নয়, পরিপূর্ণ বোঝাপড়ার উপর ভিত্তি করেই নেব।”
শ্রাবন্তী ছাড়াও সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গেছেন আরও কয়েকজন পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সোহেল দত্ত। তাঁদের প্রত্যাবর্তন এবং তৃণমূলের সাংস্কৃতিক জগতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থেকেই অনেকেই ধারণা করছেন, খুব শিগগিরই শ্রাবন্তীও আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে পারেন।
রাজনীতির গুঞ্জনের মাঝেও শ্রাবন্তী বর্তমানে বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেখানে তাঁর সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। এ ছাড়া চলতি বছরের পূজায় মুক্তি পেতে যাচ্ছে ‘দেবী চৌধুরাণী’, যেখানে শ্রাবন্তী নামভূমিকায় এবং ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।