আলোচনার শীর্ষে মোহিত সুরির ‘সাইয়ারা’, ৯ দিনেই আয় ছাড়াল ২৪৭ কোটি রুপি

২০২৫ সালে বলিউডে একাধিক সিনেমা মুক্তি পেলেও ‘সাইয়ারা’ সব আলো নিজের দিকে টেনে নিয়েছে। মোহিত সুরির পরিচালনায় রোমান্টিক-ড্রামা ঘরানার এই সিনেমাটি মুক্তির মাত্র ৯ দিনের মাথায় ভারতীয় বক্স অফিসে আয় করেছে ২১৭.২৫ কোটি রুপি, আর আন্তর্জাতিকভাবে আয় করেছে আরও ৩০ কোটি রুপি— সবমিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ২৪৭.২৫ কোটি রুপি।
মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। নতুন মুখ আহাম পান্ডে ও অনিত পাদার রসায়ন, আবেগঘন গান এবং মোহিত সুরির পরিচালনায় সৃষ্ট রোমান্টিক আবহ দর্শকদের মধ্যে আগ্রহ বাড়িয়ে তোলে। মুক্তির পর দেশের বিভিন্ন হলে উপচে পড়ে দর্শক।
প্রতি সপ্তাহে আয় বাড়ছে, সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহেও শক্ত অবস্থানে রয়েছে। গত শুক্রবার আয়: ১৮ কোটি রুপি ও শনিবার আয়: ২৬.৫ কোটি রুপি (৫০% বেশি)
দেশের পাশাপাশি বিদেশেও ভালো পারফর্ম করছে ‘সাইয়ারা’। ৯ দিনে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় ৩০ কোটি রুপি ছাড়িয়েছে। শুধু গত শুক্রবারই আয় করেছে ১০ লাখ রুপি।
বর্তমানে ২০২৫ সালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘ছাওয়া’, যা ইতিহাসভিত্তিক গল্প নিয়ে নির্মিত এবং আয় করেছে ৬০১ কোটি রুপি।
সেই তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ‘সাইয়ারা’, যা ‘হাউসফুল ৫’-কেও পেছনে ফেলেছে। মাত্র ৮ দিনের মাথায় ‘হাউসফুল ৫’-এর মোট আয়কে ছাড়িয়ে যায় সাইয়ারা।