টালিউড ছাড়ছেন না দেব, বললেন—"বাংলাতেই থাকছি, বাংলা নিয়েই কাজ করব"

টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব আবারও বড় পর্দায় ফিরছেন তাঁর অন্যতম সফল জুটি শুভশ্রীর সঙ্গে। দীর্ঘদিন পর এই জুটির নতুন সিনেমা নিয়ে ইতোমধ্যেই উচ্ছ্বসিত ভক্তরা। অন্যদিকে, দেব অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’-এর প্রচারণা নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।
তবে এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে গুঞ্জন ওঠে—বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে মুম্বাই পাড়ি জমাচ্ছেন দেব। এ নিয়ে শুরু হয় ভক্তদের উদ্বেগ। যদিও দেব নিজেই এই গুঞ্জনের জবাব দিয়েছেন স্পষ্ট ভাষায়।
ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন, “প্রথমেই বলি যে আমি কখনো কলকাতা ছেড়ে মুম্বাই যাচ্ছি না। বাংলাতেই থাকছি আর বাংলা ভাষাতেই কাজ করব। আমি বলেছিলাম, আমাদের আরও ভালো কাজ করতে হবে।”
দেব জানান, কিছু টেকনিক্যাল কারণে তাঁকে মুম্বাই যেতে হচ্ছে, তবে তা একান্তই প্রযোজনা ও সিনেমার মান উন্নয়নের জন্য। তাঁর কথায়, ‘খাদান’ থেকে শুরু করে ‘রঘু ডাকাত’—সব সিনেমার মেকিংয়ে কোনো কম্প্রোমাইজ করতে চাই না। সিনেমার নানা ধরনের টেকনিক্যাল কাজের জন্য মুম্বাইতে মাঝে মধ্যে যেতে হচ্ছে এখন। তাই ওখানে একটা সেটআপ করা।”
বাংলা সিনেমার উন্নতি নিয়েও নিজের স্পষ্ট মত দিয়েছেন দেব। তিনি বলেন,
“দক্ষিণী সিনেমার নায়কদের আমরা আজ চিনি। কারণ, তারা প্রাদেশিক সিনেমা করেই নাম করেছে। এ জন্য আমিও বাংলা সিনেমার উন্নতি দেখতে চাই।”
দেবের মতে, ‘খাদান’ ছবির পর দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে তাঁর নতুন ছবি ‘রঘু ডাকাত’। এতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্মাণমানেও নতুন মাত্রা যোগ হয়েছে। তিনি জানান, “‘রঘু ডাকাত’-এ দারুণ টেকনোলজি ব্যবহার হয়েছে। এর প্রি-টিজার দেখেই দর্শকের ভালো লেগেছে।”
দেবের কথায় বারবার উঠে এসেছে বাংলা ইন্ডাস্ট্রির প্রতি তাঁর দায়বদ্ধতা ও ভালোবাসা। ভক্তদের উদ্দেশে তিনি আশ্বাস দিয়েছেন—তিনি বাংলা সিনেমার অংশ ছিলেন, আছেন এবং থাকবেন।