শাকিব খানের ‘মেগাস্টার’ খেতাব নিয়ে আপত্তি জানালেন জাহিদ হাসান

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান প্রায় ২৬ বছর ধরে অভিনয় করে এসেছেন এবং তাকে ‘মেগাস্টার’ খেতাবে ভূষিত করে অনেকেই সম্বোধন করেন। তবে সম্প্রতি এই ‘মেগাস্টার’ শব্দচয়নে আপত্তি জানান আরেক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।
একটি টক শোতে জাহিদ হাসান বলেন, “শাকিব খান শুধু একজন অভিনেতা, তাঁকে ‘মেগাস্টার’ বলা হয় অন্যদের থেকে আলাদা হিসেবে। কেন এমন হয় আমি বুঝি না। এটা কানে লাগে।”
এবারের কোরবানির ঈদে শাকিব খানের ‘তাণ্ডব’সহ মোট ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ সিনেমাটিও রয়েছে, যা দর্শকদের ভালো সাড়া পেয়েছে এবং বক্স অফিসে ‘তাণ্ডব’কে ছাড়িয়ে গিয়েছে।
জাহিদ হাসান বলেন, “ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো কারো একার নয়, এগুলো আমাদের সবার। আমি চাই সব সিনেমা ভালো ব্যবসা করুক এবং দর্শক যেন প্রতিটি সিনেমা দেখেন।”
তাঁর মতে, “শেক্সপিয়ারের কথা মনে পড়ছে — ‘কোনো কিছু হওয়া বড় কথা নয়, কোনো কিছু হয়ে থাকাটা বড় কথা’। আমি বলতে চাই, অনেক হল পেয়েছি কিন্তু সেটি ধরে রাখা কঠিন। এটা অপমানজনক।”
জাহিদ হাসান আশা প্রকাশ করেন শিল্পী ও নির্মাতা সবাই মিলেই বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবেন এবং ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার সফলতা কামনা করেন।