আইপিপি চুক্তি ছিল অসংলগ্ন, রিভিউ হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

আওয়ামী লীগ সরকারের সময়ে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি) নিয়ে স্বাক্ষরিত চুক্তিগুলোতে অসংলগ্নতা ছিল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এসব চুক্তি পুনঃপর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। বৈঠক দুটির সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা নিজেই।
তিনি বলেন, “গত সরকারের আমলে কিছু আইপিপি চুক্তি হয়েছে যেগুলোতে অসংলগ্নতা রয়েছে। এই চুক্তিগুলো রিভিউ করতে হবে—এমন নির্দেশনা হাইকোর্ট থেকেও এসেছে। এখন বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করতে হবে, তাই প্রাসঙ্গিক আইনি সহায়তা গ্রহণে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।”
অর্থ উপদেষ্টা আরও বলেন, একতরফাভাবে এসব চুক্তি বাতিল বা সংশোধন করা যাবে না। তাই আলোচনার মাধ্যমে এবং আইন মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া তিনি জানান, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। আগামী ৫ আগস্ট এটি উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এলএনজি আমদানির
একটি প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়েছে বলে জানান তিনি।
অর্থ উপদেষ্টার মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের পর্যালোচনামূলক সিদ্ধান্ত অত্যন্ত জরুরি।