যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক কমানোর ইঙ্গিত পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তৃতীয় দফা বাণিজ্য আলোচনার প্রথম দিনেই পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। আলোচনার এই ইতিবাচক অগ্রগতির খবর নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
বুধবার (৩০ জুলাই) ওয়াশিংটন ডিসি থেকে হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের তিনি জানান, “যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের (USTR) সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদের জানিয়েছে, বাংলাদেশের পণ্যে আরোপিত শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে।”
তবে ঠিক কত শতাংশ শুল্ক কমবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি। বাণিজ্য সচিব বলেন, “আমাদের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে কমবে। তবে নির্দিষ্ট হারে কতটা কমবে, সেটা আলোচনার শেষদিনে বলা সম্ভব হবে।”
গত ২৯ জুলাই (মঙ্গলবার) স্থানীয় সময় দুপুর ১২:৩০ মিনিটে ওয়াশিংটনে শুরু হওয়া বৈঠক চলে বিকেল ৫:৩০ পর্যন্ত (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা)। তিন দিনের এই আলোচনার দ্বিতীয় দিন আজ (৩০ জুলাই), আর আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সমাপনী বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে এই দফার আলোচনা।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।
এছাড়াও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা সরাসরি এবং ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ভার্চুয়ালি আলোচনায় অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, চলতি মাসেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের কিছু পণ্যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে দেশটিতে বাংলাদেশের পণ্যে গড় শুল্ক ছিল সাড়ে ১৫ শতাংশ, যা বর্তমানে ২২ থেকে ২৩ শতাংশে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের এ শুল্কবৃদ্ধির জবাবে বাংলাদেশ পক্ষ মার্কিন পণ্যে শুল্ক কমানো এবং আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ আশা করছে, মার্কিন বাজারে তার রপ্তানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা আবারো আগের মতো ফিরিয়ে আনা যাবে।