ছয় মাসেই ৩০৮ কোটি টাকার মুনাফা বিকাশের, প্রবৃদ্ধি প্রায় তিন গুণ

দেশের বৃহৎ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ চলতি বছরের প্রথম ছয় মাসে ৩০৮ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা তিন গুণের বেশি। প্রতিষ্ঠানটির প্রকাশিত সর্বশেষ অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
চলতি বছরের (২০২৫) জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে বিকাশের মোট আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২০৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি। ২০২৪ সালের প্রথম ছয় মাসে তাদের আয় ছিল ২ হাজার ৪৬২ কোটি টাকা।
তবে আয়ের চেয়েও বেশি হারে বেড়েছে মুনাফা। ২০২৪ সালের জানুয়ারি-জুন সময়ে বিকাশের মুনাফা ছিল ১০৯ কোটি টাকা, যেখানে ২০২৫ সালের প্রথম ছয় মাসেই তা বেড়ে দাঁড়িয়েছে ৩০৮ কোটি টাকায়—প্রবৃদ্ধির হার প্রায় ১৮২ শতাংশ।
২০২৩ সালেই প্রথমবারের মতো বিকাশের বাৎসরিক মুনাফা ৩০০ কোটি টাকা ছাড়ায়। এবার সেই মাইলফলক অতিক্রম করেছে মাত্র ছয় মাসেই। খাতসংশ্লিষ্টরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে ২০২৫ সালের শেষে মুনাফা ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
২০১৪ সালে বিকাশের মোট আয় ছিল মাত্র ৫৭৩ কোটি টাকা, আর মুনাফা ছিল ১৯ কোটি টাকা। এক দশক পর প্রতিষ্ঠানটি এখন ৮ গুণ বেশি আয় এবং ১৬ গুণের বেশি মুনাফা করছে।
বিকাশের বর্তমান পরিসংখ্যান
১. গ্রাহক সংখ্যা: প্রায় ৮ কোটি
২. এজেন্ট সংখ্যা: ৩ লাখ ৩০ হাজার
৩. মার্চেন্ট পয়েন্ট: সাড়ে ৫ লাখ
৪. সেবাসমূহ: আর্থিক লেনদেন, বিল পরিশোধ, ন্যানো ঋণ, ডিপোজিট সুবিধা ইত্যাদি
৫. প্রতিষ্ঠান ও মালিকানা কাঠামো
২০১১ সালে যাত্রা শুরু করা বিকাশ একটি ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান। মালিকানায় রয়েছে:
১. ব্র্যাক ব্যাংক
২. মানি ইন মোশন (যুক্তরাষ্ট্র)
৩. আইএফসি (বিশ্বব্যাংক গ্রুপ)
৪. বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন
৫. অ্যান্ট ইন্টারন্যাশনাল (চীন)
৬. সফটব্যাংক (জাপান)