রিটার্ন না দেওয়া করদাতাদের নিয়ে কাজের নির্দেশ এনবিআর চেয়ারম্যানের

এক কোটি করদাতা হবে অগ্রাধিকার, বাড়ানো হবে জরিপ ও এসেসমেন্ট কার্যক্রম!
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, যাদের টিআইএন আছে কিন্তু আয়কর রিটার্ন দাখিল করেন না—তাদের রিটার্ন দাখিলে উদ্বুদ্ধ করতে হবে। এসব নন-ফাইলারদের নিয়ে কর প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
গত সোমবার (১৪ জুলাই) এনবিআরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আয়কর বিভাগের জুলাই মাসের রাজস্ব পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় আয়কর বিভাগ ও গোয়েন্দা ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় এনবিআর চেয়ারম্যান জোনভিত্তিক রাজস্ব আদায়ের অগ্রগতি জানতে চান এবং বকেয়া কর আদায় বাড়াতে কমিশনারদের তাগিদ দেন। আয়কর নথি নির্ধারিত কর অঞ্চলে দ্রুত ট্রান্সফার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এজন্য চলতি মাসের মধ্যেই নথি হস্তান্তর সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
তিনি বলেন, অডিট নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অডিট হবে পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে, যাতে কোনো প্রকার মানবিক হস্তক্ষেপ না থাকে। অডিটের উদ্দেশ্য কর আদায় নয়, বরং কর সংস্কৃতির উন্নয়ন ও কর ফাঁকি রোধ।
সভায় এনবিআর চেয়ারম্যান আরও বলেন, রাজস্ব আয় বাড়াতে হলে যেসব করদাতার টিআইএন রয়েছে কিন্তু রিটার্ন দাখিল করেন না—এমন প্রায় ৭২ লাখ ব্যক্তি এবং যারা রিটার্ন দাখিল করলেও কর পরিশোধ করছেন না—এমন প্রায় ৩০ লাখ করদাতাকে নজরে আনতে হবে। এই এক কোটি করদাতা হবে আগামী অর্থবছরের (২০২৫-২৬) আয়কর প্রশাসনের অগ্রাধিকার।
এ ছাড়া আয়কর আদায়ে স্থবিরতা কাটাতে জরিপ ও স্পট এসেসমেন্ট কার্যক্রম জোরদারের নির্দেশ দেন তিনি।