নোবিপ্রবিতে ছাত্রদলের মিষ্টি বিতরণ ও বিজয় মিছিল!
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে ঘিরে ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কমিটি ঘোষণার পরদিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিষ্টি বিতরণ ও বিজয় মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবদুস সালাম হল থেকে এক আনন্দ মিছিল বের করে নোবিপ্রবি ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার-পোস্টার হাতে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।
মিছিল শেষে ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান বলেন, “নোবিপ্রবি ছাত্রদল আজ ঐক্যবদ্ধ, গতিশীল এবং আদর্শিকভাবে দৃঢ় অবস্থানে। আমরা দায়িত্ব পেয়েছি - এটি শুধু আনন্দের নয়, বরং ইমানি দায়িত্ব। আমরা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করব।”
সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব বলেন, “এই কমিটি হবে ত্যাগী কর্মীদের নেতৃত্বের ফসল। আমরা ছাত্রদের অধিকার আদায়ে, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকব।”
উল্লেখ্য, নোবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি সোমবার ঘোষিত হয়, যেখানে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিবুল ইসলাম হাসিব।


