নোবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার কর্নার’ উদ্বোধন!
 
                                        
                                    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত প্রস্তুতির সুযোগ বাড়াতে ‘ক্যারিয়ার কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের দ্বিতীয় তলায় কর্নারটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
গ্রন্থাগার কর্তৃপক্ষ জানায়, কর্নারটিতে উচ্চশিক্ষা, ক্যারিয়ার গাইডলাইন, চাকরি প্রস্তুতি ও মোটিভেশনাল বইয়ের পাশাপাশি আইইএলটিএস (IELTS), টোফেল (TOEFL), জিআরই (GRE), জিম্যাট (GMAT)সহ আন্তর্জাতিক পরীক্ষার প্রস্তুতিমূলক বই যুক্ত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “শিক্ষার্থীদের ক্যারিয়ারবিষয়ক জ্ঞান আহরণ ও আত্মউন্নয়নে সহায়তা করতেই এই কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে। শুরুতে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে এর পরিধি বাড়ানো হবে। এখানে থাকা বই ও সাময়িকী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনেও সহায়ক হবে।”
উদ্বোধন শেষে উপাচার্য ক্যারিয়ার কর্নার পরিদর্শন করেন, ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন এবং একই ভবনে অবস্থিত পরীক্ষার হলও পরিদর্শন করেন।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        