হিজাব নিয়ে কটাক্ষকারী ব্যক্তিরা দেখো, আমাদের বোনেরা শপথ নিচ্ছে: রাকসু ভিপি!
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধিদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১৬ অক্টোবর। নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা শনিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শপথ গ্রহণ করেন।
তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে মেয়েদের দুটি হল সংসদের হিজাব পরিহিত প্রতিনিধিদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।
রাকসু মিডিয়া দপ্তর সূত্রে জানা যায়, আলোচিত ছবিগুলো মন্নুজান হল ও খালেদা জিয়া হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের। ওই দুই সংসদের সব সদস্যই হিজাব পরিহিত ছিলেন এবং তাঁরা সবাই ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন।
রাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) এবং রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন,“হিজাব নিয়ে কটাক্ষকারী ব্যক্তিরা দেখো, আমাদের বোনেরা শপথ নিচ্ছে।”
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন। ১৬ অক্টোবরের সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয় গতকাল রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে।


