রাবি সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার অনুশীলনের সময় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসাইনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে এগারোটায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানকে আহ্বায়ক করে তিনজন শিক্ষক ও একজন শিক্ষার্থী প্রতিনিধি সমন্বয়ে কমিটি করা হয়েছে।
ঘটনার পূর্বাপর পরিস্থিতি পর্যালোচনা করে দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে কমিটিকে। তদন্ত কমিটি গঠনের ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক এবং ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ।
এবং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত রাবি সুইমিংপুল বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ।


