সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ নিতে গিয়ে সায়মা হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত সায়মা সমাজবিজ্ঞান বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের আবাসিক ছাত্রী ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত মাইক্রোবায়োলজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে প্রশিক্ষণের সময় আপু পানির নিচে তলিয়ে যায়। অনেকক্ষণ কেউ উদ্ধার করতে পারেনি। পরে আমরা খবর পেয়ে দৌড়ে গিয়ে তাকে তুলেছি। রাবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসাও ঠিকমতো দিতে পারেনি। অক্সিজেন সিলিন্ডারেও অক্সিজেন ছিল না। এ মৃত্যু সুইমিংপুল কর্তৃপক্ষের গাফিলতির ফল।”
এক ফেসবুক পোস্টে ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, “আমরা স্বপ্ন নিয়ে এখানে পড়তে আসি, অথচ সেই স্বপ্ন লাশ হয়ে ফিরছে। ট্রেইনারের উপস্থিতিতে শিক্ষার্থী ডুবে মারা গেলো অথচ যথাযথ উদ্ধারকারী ব্যবস্থা নেই। যদি মেডিকেল সেন্টারের সাপোর্ট ভালো থাকতো, হয়তো তাকে বাঁচানো যেতো।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, 'হ্যা, একজন শিক্ষার্থী মারা গেছে, ঘটনাটি সত্য। মেয়েটি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে রামেকে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।'


