নোবিপ্রবির হলে গাঁজা উদ্ধার: দুই শিক্ষার্থী বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আব্দুল মালেক উকিল হলের একটি কক্ষ থেকে গাঁজা উদ্ধার করেছে হল প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দুই শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হলের ২০৯ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানভীর সরকার ও উসাইং সি।
হল সূত্রে জানা যায়, এক আবাসিক শিক্ষার্থীর সিট সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে ওই কক্ষে গেলে উপস্থিত হন হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. তসলীম মাহমুদ এবং সহকারী প্রভোস্টবৃন্দ। পূর্ব সংবাদের ভিত্তিতে রুমে তল্লাশি চালিয়ে দুইটি পলিথিনে মোড়ানো আস্ত গাঁজা জব্দ করা হয়। এরপর রুমটিতে তালা লাগিয়ে দেওয়া হয়।
পরে অভিযুক্তদের হল অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা উদ্ধারকৃত মাদক গাঁজা হিসেবে স্বীকার করে। পরে তাদের কাছ থেকে লিখিত স্বীকারোক্তিও গ্রহণ করা হয়।
এ বিষয়ে হল প্রভোস্ট ড. মো. তসলীম মাহমুদ বলেন,
"আমরা একটি সিট সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ২০৯ নম্বর রুমে যাই। আগেই কিছু তথ্য ছিলো আমাদের কাছে। সেখান থেকেই সন্দেহভাজনদের রুমে তল্লাশি চালালে লকারে গাঁজা পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে হল প্রশাসন ব্যবস্থা নেয় এবং দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিতভাবে বিষয়টি জানিয়েছি, যাতে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।"
ঘটনার পর পুরো হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নীতিতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।