গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আলভী ও মেহেদী!
গাজীপুরে ভেটেরিনারি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের পেশাগত সংগঠন গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন (জিভিএসএ)-এর নতুন কমিটি গঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ৬২ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফি বিন আমজাদ আলভী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।
কমিটিটি অনুমোদন করেন সংগঠনের বিদায়ী সভাপতি ডা. শামসুল আরেফিন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ডা. এহসানুল হক রিমন। নতুন কমিটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ডিসিপ্লিনে অধ্যয়নরত শিক্ষার্থীরা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
সংগঠনের সাবেক সভাপতি ডা. শামসুল আরেফিন সিদ্দিকী বলেন, "অবসরপ্রাপ্ত সভাপতি হিসেবে জিভিএসএ-র সঙ্গে আমার যাত্রা ছিল ভালোবাসা, ত্যাগ ও নেতৃত্বের এক অনন্য অভিজ্ঞতা। এই সংগঠন শুধু একটি কমিটি নয়; এটি একটি পরিবার, একটি চেতনা, যা গাজীপুরের ভেটেরিনারি শিক্ষার্থীদের ঐক্য ও দায়িত্ববোধের প্রতীক।"
তিনি আরো বলেন, "আমি কৃতজ্ঞতা জানাই পূর্ববর্তী সকল কমিটির সদস্যদের প্রতি, যাদের পরিশ্রমে আজকের জিভিএসএ গঠিত হয়েছে। নবগঠিত পঞ্চম কার্যনির্বাহী কমিটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভবিষ্যতের নেতৃত্ব এখন তোমাদের হাতে।"
সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মেহেদী হাসান বলেন, “ভেটেরিনারি শিক্ষার্থীদের ঐক্য, নেতৃত্ব বিকাশ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জিভিএসএ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সাধারণ সম্পাদক হিসেবে আমি এই সংগঠনকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করে গড়ে তুলতে কাজ করবো। সকলের সহযোগিতা ও পরামর্শই হবে আমার পথচলার প্রেরণা।”
নবগঠিত কমিটির সভাপতি সাফি বিন আমজাদ আলভী বলেন, "গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস' এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকেই গাজীপুর জেলার প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রাখা এবং সার্বিক সমৃদ্ধি নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি আমাদের উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের আস্থা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব।"
তিনি আরো বলেন, "আমি বিশ্বাস করি, নবগঠিত কমিটি গাজীপুরসহ সারাদেশে ভেটেরিনারি সেবার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। আমরা একসাথে এগিয়ে যাব, ভবিষ্যতের ভেটেরিনারি নেতৃত্ব গড়ে তুলতে এবং প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে।"


