পবিপ্রবি ডিভিএম শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে কম্বাইন্ড ডিগ্রির পক্ষে বিবৃতি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে কম্বাইন্ড (ডিভিএম+ এ্যানিমেল হাজবেন্ড্রি) ডিগ্রি পক্ষে বিবৃতি দিয়েছে।
গত বুধবার (৩০ জুলাই) পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসের ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি করে এই বিবৃতি প্রদান করে। বিবৃতিতে শিক্ষার্থীরা কয়েকটি শর্তের ভিত্তিতে কম্বাইন্ড ডিগ্রির সাথে একাত্মতা পোষণ করেছে।
শিক্ষার্থীরা গণস্বাক্ষরকৃত বিবৃতিতে প্রথম শর্ত উল্লেখ করে, ডিগ্রির নাম অবশ্যই; অবশ্যই ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) হতে হবে।
দ্বিতীয় শর্তে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত ডিভিএম কিংবা এএইচ এর কোনো শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির আওতাভুক্ত করা যাবে না। (এক্ষেত্রে কোনো প্রকার ম্যাপিং অথবা মেক আপ কোর্স গ্রহণযোগ্য নয়)
সর্বশেষ শর্তে উল্লেখ করেন, আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি সার্কুলার প্রকাশ সাপেক্ষে সারা দেশে কম্বাইন্ড ডিগ্রির অধীনে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নিতে হবে।
বিবৃতিতে আরো উল্লেখ করে, বাংলাদেশের প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে এবং অগ্রযাত্রাকে সুগম করতে উপর্যুক্ত শর্তসাপেক্ষে কম্ভাইন্ড ডিগ্রির প্রতি ঐক্যমত পোষণ করছে। শর্তসমূহ মেনে নেওয়া না হলে তাঁরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হওয়ার হুশিয়ারি দিয়েছেন।
উল্লেখ্য যে, গত সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির (ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি) দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। ২৯ জুলাই থেকে পবিপ্রবির এ্যানিমেল হাজবেন্ড্রী ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করছে।