সার ব্যবস্থাপনা নীতিমালা ডিসেম্বরেই চূড়ান্ত হচ্ছে
 
                                        
                                    সার ব্যবস্থাপনা নীতিমালা আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নীতিমালা চূড়ান্ত পর্যায়ে। জাতীয় পর্যায়ের বৈঠকও হয়েছে।
গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষি উপদেষ্টা। এ সময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানও উপস্থিত ছিলেন।
সারের সরবরাহ ও দাম নিয়ে কৃষি উপদেষ্টা বলেন, ‘সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে। দামও বাড়বে না। বরং বর্তমানে দাম নিম্নমুখী।’ ইউরিয়া সারের অপচয় সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, আমাদের কৃষকরা অনেক সময় অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করেন। এতে গাছ বড় হয় ঠিকই, কিন্তু ফলন বাড়ে না। বরং জমির ক্ষতি হয়। ইউরিয়ার ব্যবহার কমাতে সচেতনমূলক প্রচার চালাতে হবে। তিনি আরও জানান, ডিএপি সারের মধ্যেও ২০ শতাংশ ইউরিয়া থাকে।
নতুন সার ব্যবস্থাপনা নীতিমালায় একাধিক বড় পরিবর্তন আনা হচ্ছে। উপদেষ্টা বলেন, ‘এখন থেকে এক ডিলার এক দোকান থেকেই সব ধরনের সার বিক্রি করতে পারবেন। আগে বিভিন্ন সংস্থার আলাদা লাইসেন্স নিতে হতো। এখন একটিই যথেষ্ট হবে।’ তিনি জানান, লাইসেন্স প্রক্রিয়ায় অনিয়ম ঠেকাতে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। একজনকে একাধিক বা অপ্রয়োজনীয় লাইসেন্স দেওয়ার মতো দুর্নীতি বন্ধই মূল উদ্দেশ্য।
সার কারখানায় গ্যাসের দাম বাড়ার প্রভাব কৃষকের ওপর পড়বে কিনা– এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, ‘কারখানায় গ্যাসের দাম ১৬ টাকা থেকে ৪০ টাকা হলেও কৃষকের সারের দামে কোনো পরিবর্তন হবে না। সরকার এ ভর্তুকি বহন করবে।’
পেঁয়াজ পরিস্থিতি নিয়েও উপদেষ্টা আশাবাদী। তিনি বলেন, সরকারের দেওয়া এয়ার ফ্লো মেশিন ও কৃষকদের প্রচেষ্টায় এবার পেঁয়াজ আমদানি করতে হচ্ছে না। বাজারে দাম ৭০-৮০ টাকার মধ্যে আছে। এটা সহনীয়।
উপদেষ্টা বলেন, সবজির মধ্যে আলু ও পেঁপের দাম অনেক কম। চাষিরা যেন দাম পান, তা নিশ্চিত করা জরুরি।
কৃষকের জন্য ‘খামারি অ্যাপ’ চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, একটি ‘খামারি অ্যাপ’ তৈরি করা হয়েছে, যা ব্যবহার করে কৃষকরা জানতে পারবেন জমিতে কোন ফসল সবচেয়ে ভালো হবে এবং কী পরিমাণ সার লাগবে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        