আপদকালীন বীজতলা তৈরীর জন্য ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ
 
                                        
                                    যশোরে অতিবৃষ্টির কারণে সৃষ্ট আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের সহায়তার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর সদরের উদ্যোগে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে। গতকাল (৭ আগস্ট) সদর উপজেলা হলরুমে ৩০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে ধান বীজ বিতরণ করা হয়।
এই বীজ বিতরণের মূল লক্ষ্য হলো অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত নতুন করে বীজতলা তৈরীতে সহায়তা করা। এই উদ্যোগে কৃষকরা বিনামূল্যে বীজ পেয়ে উপকৃত হবেন এবং তাদের ফসলের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ আবু তালহা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা; কৃষিবিদ রাজিয়া সুলতানা, উপজেলা কৃষি অফিসার, যশোর। এবং কৃষিবিদ মোঃ হুমায়ন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
উপস্থিত কর্মকর্তারা কৃষকদের যেকোনো প্রয়োজনে কৃষি অফিসের সাথে যোগাযোগ করার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা কৃষকদের পাশে আছে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        