প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবেই ক্ষোভের আগুন: পটুয়াখালী যুবদলে তিন নেতার পুনর্বহালের দাবিতে বিক্ষোভের জোয়ার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দমুখর দিনটি রূপ নিয়েছে ক্ষোভ ও আহ্বানের এক উত্তাল মিছিলে। বহিষ্কৃত তিন নেতার পুনর্বহালের দাবিতে সোমবার সকাল থেকেই জেলা যুবদলের হাজারো নেতা-কর্মী বিক্ষোভে ফেটে পড়েন।
সকাল ১০টার দিকে পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে জেলা যুবদলের বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নীল-সাদা ব্যানার, দলীয় পতাকা ও শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। কিন্তু উৎসবের এই আবহেই হঠাৎ দেখা দেয় ক্ষোভের সুর—নেতৃত্ব নিয়ে ক্ষোভ ও অভ্যন্তরীণ অসন্তোষের ঢেউ আছড়ে পড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে।
স্থানীয় দলীয় ষড়যন্ত্রের মাধ্যমে সুক্ষ্ম অভিযোগে পটুয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি ও সদর উপজেলা আহ্বায়ক রিমানুল ইসলাম রিমু, জেলা সহ-সভাপতি ও পৌর আহ্বায়ক রুহুল আমিন শিকদার আকরাম এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার করার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নেতাকর্মীরা।
জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা র্যালি শেষে একত্রিত হয়ে তাদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন। তারা দাবি জানান, দীর্ঘদিনের ত্যাগী ও পরিশ্রমী এই নেতাদের বহিষ্কার সংগঠনের ঐক্য ও মনোবলকে ভেঙে দেবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি ছিল আনন্দের, কিন্তু নেতৃত্ব নিয়ে ক্ষোভ, আবেগ ও ঐক্যের আহ্বান সেই উৎসবকে পরিণত করেছে প্রতিবাদ ও প্রত্যয়ের এক নতুন মঞ্চে। পটুয়াখালী যুবদলের ইতিহাসে দিনটি তাই একসঙ্গে আনন্দ, বেদনা ও দাবির প্রতীকে পরিণত হয়েছে।


