রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন!
 
                                        
                                    ঝালকাঠির রাজাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাহিদা শারমিন আফরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেরুন্নেছা পাপড়ি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসেন শাহারিয়ার সিফাত, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল বশার জোমাদ্দার এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান।
অনুষ্ঠানে জানানো হয়, রবি মৌসুমে শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে ৬৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে ৪৪৫ জন কৃষককে বীজ ও সার সহায়তা এবং ২২৫ জন কৃষককে বীজ সহায়তা দেওয়া হবে।
বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন সবজি চাষে প্রত্যেক কৃষককে বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মূলা, বাটিশাকসহ ৯ ধরনের বীজ প্যাকেট দেওয়া হচ্ছে। আর মাঠে চাষযোগ্য শীতকালীন ফসলের জন্য কৃষকদের লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার বীজসহ ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
এছাড়া, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর ও খেসারী উৎপাদন বৃদ্ধির জন্য ১,৩৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে। এক বিঘা জমির জন্য নির্ধারিত পরিমাণে বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
প্রধান অতিথি ইউএনও রিফাত আরা মৌরি তার বক্তব্যে বলেন, “সরকার কৃষকদের হাতে প্রণোদনার মাধ্যমে উন্নয়নের সুফল পৌঁছে দিচ্ছে। প্রাপ্ত সহায়তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি করতে পারলে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।” অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        