নওগাঁয় অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ ও সভাপতি মামুনুর রশিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার সামনে এই মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসির পক্ষে মোজাম্মেল হক মোজার সভাপতিতে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য হারুনুর রশিদ, আবু বকর সিদ্দিক, খোরশেদ আলম, ইউপি সদস্য আবু হাশেমসহ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, অধ্যক্ষ ও সভাপতি মিলে কর্মচারী নিয়োগের নামে একাধিক ব্যক্তির কাছ থেকে ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিলেও তাদের নিয়োগ না দিয়ে নিজেদের আত্মীয়স্বজনকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া প্রতিষ্ঠানটির তহবিল থেকে অর্থ আত্মসাৎ, গোপনে ম্যানেজিং কমিটি গঠন, ফরম ফিলাপের সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ করে। তাই দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের অপসারণ ও মাদ্রাসায় স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার দাবি জানান।


