যশোরে জমিজমা বিরোধে হামলা, তিনজন আহত!
 
                                        
                                    যশোরের কোতয়ালী মডেল থানাধীন রামনগর এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিনজন আহত হয়েছেন এবং তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনায় আহতরা হলেন মামুন হোসেন (৩৭), তার বাবা মোঃ জাহিদুল ইসলাম (৬০) এবং ছোট ভাই মোস্তাক (৩৩)। অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে মাছের ঘেরে খাবার দেওয়ার সময় প্রতিবেশী মোঃ আজমুল ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর লোহার রড ও শাবল দিয়ে হামলা চালায়। হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজও করেন।
মামুন হোসেন অভিযোগ করেছেন, হামলার সময় তার মায়ের চুল ছিঁড়ে ফেলা হয়েছে, গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছে এবং শ্লীলতাহানি ঘটানো হয়েছে। এ সময় তার মায়ের কাছ থেকে ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ও নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        