অসুস্থ সন্তানের জন্য শুরু, এখন শত নারীর স্বাবলম্বীতার পথ

শুরুটা নিজেদের জন্য, এরপর স্বপ্ন বড় হয়েছে। অসুস্থ সন্তানের জন্য নিজের হাতে বিস্কুট তৈরি করতে গিয়ে শখের বসে যে কাজ শুরু করেছিলেন ছয় বছর আগে, আজ সেটাই রূপ নিয়েছে স্বপ্নের প্রতিষ্ঠানে। একজন মা সংসার সামলিয়েও যে উদ্যোক্তা হতে পারেন। তার অনন্য যশোরের রুম্মানা আক্তার রুমা।
শহরের বিমানবন্দর সড়কের বাসিন্দা রুম্মানা আক্তার রুমার হাতে তৈরি হয় প্রায় ২০ রকমের অর্গানিক ও স্বাস্থ্যসম্মত বিস্কুট। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি এসব খাবার অল্প দিনেই জনপ্রিয়তা লাভ করে। একসময় মাসখানেকের মধ্যে তার তৈরি খাবারের বিক্রি বেড়ে দাঁড়ায় সাড়ে তিন লাখ টাকা!
নিজের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করা এই পথচলায় রুম্মানা একা নন। তাকে অনুসরণ করে আরও ১০ জন নারী যুক্ত হয়েছেন 'রুম্মানা ক্রিয়েশন'-এর সাথে। বর্তমানে, পাঁচজন নারী উদ্যোক্তা কাঁধে কাঁধ মিলিয়ে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
রুম্মানা আক্তার রুমা জানিয়েছেন, ছেলে অসুস্থ হওয়ার পর থেকেই নিজের হাতে স্বাস্থ্যকর খাবার তৈরির চিন্তা আসে। শখের বসে শুরু করেছিলেন, কিন্তু মানুষের ভালোবাসা আর চাহিদার কারণে এটি এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই উদ্যোগের মাধ্যমে আরও দশজন নারী স্বাবলম্বী হতে পেরেছেন।
'রুম্মানা ক্রিয়েশন' বর্তমানে শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানই নয়, এটি হয়ে উঠেছে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বীতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।