ঝালকাঠি-২ আসনে বিএনপির নান্নু জনগনের একমাত্র ভরসা
 
                                        
                                    ঝালকাঠি-২ আসনের সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে জনমত জরিপে সবচেয়ে এগিয়ে আছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি (বরিশাল বিএম কলেজ) জননেতা মাহাবুবু হক নান্নু।
একসময়ের জাতীয়পার্টির ঘাটি ঝালকাঠি ও নলছিটি উপজেলা গত ১৬ বছরে অস্তিত্ব হারিয়ে বিলীন হয়ে গেছে। এ আসনটিতে আওয়ামীগের আমির হোসেন আমু কারচুপির ভোটে টানা ৩ বার এমপি নির্বাচিত হলেও আসনটি ভিতরে ভিতরে বিএনপির ঘাটিতে পরিনত হয়। যা ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার গন-অভ্যুত্থানের পরে প্রকাশ পায়।
বিএনপির হাইকমান্ড সুত্রে জানাগেছে, "আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য শিঘ্রই এ আসনের প্রার্থী মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্যান্য ঊর্ধ্বতন নেতৃত্বের সম্মতিক্রমে নেওয়া হবে।"
মনোনয়ন ঘোষনার দ্বারপ্রান্তে এসে ঝালকাঠি-২ আসনের বিএনপির পুনরুদ্ধার কৌশলের অংশ হিসেবে এবং দলকে শক্তিশালী করে রাখতে নান্নুর মনোনয়ন নিশ্চিত হলে দলটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে মনে করছেন দলীয় বড় একটি অংশ। সেই সাথে সাধারন ভোটাররাও এমনই মত প্রকাশ করেছেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সমর্থন পাওয়ায় তাকে শক্তিশালী প্রার্থী হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
নান্নু আরো আগে থেকেই এলাকায় জনসংযোগ, সভা-সমাবেশ ও জনমানুষের মধ্যে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছেন। তিনি গরীব মেহনতি মানুষের সুখ দুঃখের খোঁজখবর নিচ্ছেন।
দলের নির্ভরযোগ্য সূত্র, গনমাধ্যমের অভ্যন্তরীণ জরিপ ও জনমত বিশ্লেষণে নান্নুর জনপ্রিয়তা লক্ষণীয়। তার সাংগঠনিক অভিজ্ঞতা, স্থানীয় সমস্যা সম্পর্কে গভীর ধারণা এবং তৃণমূল পর্যায়ে সম্পৃক্ততা তাকে ঝালকাঠি -২ আসনে দলের শীর্ষ পছন্দে পরিণত করেছে।
নান্নু তার প্রতিক্রিয়ায় বলেন, 'আমি দলীয় নেতৃত্বের সিদ্ধান্তকে সম্মান করি। জনগণের আস্থা ও দলের জন্য কাজ করাই আমার লক্ষ্য। দল আমাকে মনোনয়ন দিলে আমি এ আসনে বিজয়ী হবো ইনশাআল্লাহ। ধানের শীষ প্রতীক নিয়ে আমি নির্বাচিত হলে প্রতি বছর নিজের সম্পদের হিসাব তুলে ধরবো, সরকারের উন্নয়নের পাশাপাশি দলকে শক্তিশালী করে রাখবো সবসময়।'
ঝালকাঠি সদর ও নলছিটি এই দু'টি উপজেলা ঘুরে দেখা গেছে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই নান্নুর সমর্থকরা তার মনোনয়নের দাবিতে সংগঠিত হয়েছেন। আসন্ন নির্বাচনে এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় স্থানীয় বিএনপি।
ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাহাবুবু হক নান্নুর এগিয়ে থাকায় দলীয় পর্যায়ে তার মনোনয়নের সম্ভাবনা জোরালো হচ্ছে।
ঝালকাঠি-২ আসনে প্রার্থীতা পাওয়ার জন্য লবিং তদবির করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জীবা আমিনা আল গাজী, জেলা বিএনপির সদস্যসচিব এডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টা। অপর দিকে এ আসনে বিএনপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর একক প্রার্থী রয়েছেন শেখ নেয়ামূল করিম এবং হাত পাখা প্রতীকের ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        