যশোরে কাভারভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, কিশোর আহত
 
                                        
                                    যশোরে কাভারভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক রামনগর হাতিপোতা এলাকার সাইদুল ইসলামের ছেলে আকাশ (২০) মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে যশোরে চুকনগর মহাসড়কের সতীঘাটা কামালপুর মসজিদসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় মোটরসাইকেল আরোহী সোহান (১৩) গুরুতর আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে মনিরামপুর থেকে যশোরগামী একটি কাভারভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে স্থানীয়রা আহত সোহানকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজে সহায়তা করেন। আহত কিশোর সোহানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        