চঞ্চল হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন!
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের যুবক চঞ্চল হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় যশোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন ডাকাতিয়া গ্রামের সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১০টার দিকে প্রকাশ্যে দিবালোকে ডাকাতিয়া গ্রামে চঞ্চলকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভির রাইহান তুহিন বলেন, "চঞ্চল হত্যার বিচার দ্রুত না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে নামবে।"
বক্তারা আরও বলেন চঞ্চল হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও খুনিদের ফাঁসি কার্যকরের দাবিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, সাবেক ইউপি সদস্য ইসলাম সর্দার, তাইজুল ইসলাম, কবির হোসেন শাহিন, মেহেদি হাসান, জাহিদ হোসেন, শিবলি হাসান, মন্টু, জাফর, জসিম ফারুক প্রমুখ।


