ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরের গ্যারেজ থেকে উদ্ধার, গ্রেপ্তার- ১!
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক যশোর শহরের বকচর এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ট্রাকটি কেটে আলাদা করার অভিযোগে গ্যারেজ মালিক মাসুদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার (১১ অক্টোবর,) রাত ১০টার দিকে যশোর শহরের বকচর এলাকার শাহজাদা মটরস নামে একটি গ্যারেজে অভিযান চালিয়ে ট্রাকটির ইঞ্জিন ও বডি উদ্ধার করে ডিবি পুলিশ।
যশোর জেলা ডিবি পুলিশ জানায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি ট্রাক চুরির মামলার তদন্তের সূত্র ধরে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) যশোরের ডিবি পুলিশের সহায়তা চাইলে তারই ভিত্তিতে যশোর জেলা ডিবির এসআই অলক কুমারদের নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের বকচর এলাকার একটি গ্যারেজে অভিযান চালায় এসময় ওই গ্যারেজ থেকে চোরাই ট্রাকটির ইঞ্জিন ও বডি উদ্ধার করা হয় এবং গ্যারেজের মালিক মাসুদ আলম কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদ আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ট্রাকটির সামনের কেবিন অংশটি শহরের মুড়লী মোড়ে আমিনের গ্যারেজে রাখা আছে। পরে তার দেওয়া তথ্যমতে, মুড়লী মোড়ের ওই গ্যারেজ থেকে কেবিনটিও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাসুদ আলম যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া আমতলা এলাকার মোঃ নুরুল হুদার ছেলে।
উদ্ধারকৃত ট্রাকের যন্ত্রাংশ এবং গ্রেপ্তার আসামি কে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ডিবি সুত্র জানায়।


