ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন!
 
                                        
                                    ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে বিপুলসংখ্যক অদক্ষ কর্মকর্তা অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকের সেবার মান ব্যাহত হচ্ছে এবং গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কার এবং ইসলামী ব্যাংককে দুর্নীতিমুক্ত করার জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল শেখ, মোঃ সারোয়ার হোসেন, জুলফিকার আলী, আব্দুস সালাম, নাহিয়ান ইসলাম, মনিরুল ইসলাম লাবিব, মাওলানা রবিউল ইসলাম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        