যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক দিবসে শিক্ষকদের মাথায় মুকুট!
 
                                        
                                    বিশ্ব শিক্ষক দিবসকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করেছে যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট। শিক্ষকদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনে তাদের মাথায় মুকুট পরিয়ে, ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান এবং কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি।
রবিবার (৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একজন শিক্ষার্থীর শিক্ষা ও জীবনের সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন শিক্ষকরা। শিক্ষকদের অবদান সমাজ গঠনের মূল ভিত্তি।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগম। তিনি বলেন, “এমন সুন্দর ও সৃজনশীল আয়োজন আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধই এই আয়োজনের সাফল্য।”
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোছা. মেহেরুন্নেসা, নাসরিন আক্তারসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন ও শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে পাঠ করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও নাটিকা মুগ্ধ করে উপস্থিত সবাইকে।
নার্সিং শিক্ষার্থী সুরাইয়া আক্তার ইভা ও জারিন তাসনিম অনুষ্ঠানের সঞ্চালনা করেন। দিনব্যাপী এ আয়োজনে আনন্দ ও শ্রদ্ধার আবহে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষে ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        