বজ্রপাতে যশোরের বসুন্দিয়ায় বিএনপি নেতার মৃত্যু!
 
                                        
                                    যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় বজ্রপাতে হাকিম সরদার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বসুন্দিয়া ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং খোলাডাঙ্গা গ্রামের মো. আব্দুর রবের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (১ অক্টোবর) সকালে বৃষ্টি চলছিল। হাকিম সরদার তার নিজস্ব মৎস্য ঘেরে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত ঘটে এবং তিনি নিজ ঘেরের পাড়ে লুটিয়ে পড়েন। আশেপাশে থাকা কয়েকজন দ্রুত এসে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়, কিন্তু ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ নিশ্চিত করেছেন, বজ্রপাতে ঘটনাস্থলেই হাকিম সরদারের মৃত্যু হয়।
ওইদিন আসরের নামাজের পর খোলাডাঙ্গা আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        