বাগেরহাটে ৬০৫ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব , পুলিশের কড়া নজর!
 
                                        
                                    সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রবিবার(২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী পুজার মধ্যে দিয়ে সামনে রেখে বাগেরহাটে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও নানা আয়োজন। এবার জেলায় মোট ৬০৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। বাগেরহাট সদরের পোলঘাট সার্বজনীন পূজা মণ্ডপে এবার প্রতিমার সংখ্যা বাড়ানো হয়েছে। মোট ১৫১টি প্রতিমায় ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের নানা কাহিনী ও দেব-দেবীর প্রতিরূপ। কারিগরদের নিপুণ হাতে গড়া এসব প্রতিমা আর আলোকসজ্জা দর্শনার্থীদের জন্য দেবে ভিন্নমাত্রার অভিজ্ঞতা।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন,জেলায় পূজা উদযাপন নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি র্যাব, গোয়েন্দা পুলিশ ও টহল টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। দর্শনার্থীরা যাতে নির্ভয়ে পূজা উপভোগ করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মোহনলাল হালদার বলেন, “সিকদারবাড়ির পূজা না হওয়াটা নিঃসন্দেহে দুঃখজনক। কারণ এ আয়োজন শুধু বাগেরহাট নয়, সারা দেশেই আলোচিত ছিল। তবে এ বছর জেলার ৬০৫টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। মা দুর্গা গজে চড়ে আগমন করছেন এবং দোলায় বিদায় নেবেন। পূজার মূল বার্তা হলো শান্তি, সম্প্রীতি আর শুভ শক্তির জয়। তাই আমরা সবাই মিলে বিশ্ববাসীর শান্তি কামনা করছি।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        